১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশের সেবা করলেও মাত্র ৬ মাসের রাজনীতিই আজ সাকিবের পরিচয় বদলে দিয়েছে।

আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি হন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে গেছে তার পরিস্থিতি। বর্তমানে একাধিক মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না, খেলতেও পারছেন না জাতীয় দলে। ঘরের মাঠে টেস্ট খেলে অবসরের স্বপ্নও অপূর্ণ রয়ে গেছে।
১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করা বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব বলেন, রাজনীতিতে আসা তার কাছে ভুল সিদ্ধান্ত মনে হয়নি। বরং তিনি এখনো বিশ্বাস করেন, সুষ্ঠু নির্বাচন হলে তাকে কেউ হারাতে পারবে না।
ডেইলি সানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “রাজনীতিতে যোগ দেওয়া যদি ভুল হয়, তাহলে সব পেশাজীবীদের রাজনীতিতে যাওয়া ভুল হবে। এটা তো নাগরিক অধিকার।” তিনি জানান, রাজনীতিতে তার মূল উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের সেবা করা।
এমপি হয়েও মাত্র তিনবার মাগুরা গেছেন বলে স্বীকার করেন সাকিব। সময়ের বেশিরভাগটাই কেটেছে ক্রিকেট ও পরিবার নিয়ে। তিনি বলেন, “তৎকালীন প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন খেলায় মন দিতে। আমি সেটাই করেছি।”
সাকিবের মতে, তার এলাকায় নির্বাচন সুষ্ঠু হয়েছিল এবং জনগণের ভালোবাসা পেয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি তাকে একরকম রাজনৈতিক নির্বাসনে পাঠিয়েছে।