চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের চ্যালেঞ্জ: কামব্যাক করলে মিলবে পুরষ্কার

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। গানারদের কাছে ৩-০ গোলে হারের পর সেমিফাইনালে উঠতে হলে রিয়ালের সামনে এখন বিশাল চ্যালেঞ্জ। ১৬ এপ্রিল দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অন্তত ৪-০ গোলের জয় পেতে হবে তাদের, সরাসরি সেমিফাইনালে যাওয়ার জন্য। আর যদি ৩-০ গোলে জেতে, তাহলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে।
এমন কঠিন সময়ে দলকে উজ্জীবিত করতে মাঠে নামছেন খোদ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর দাবি, রিয়ালের ড্রেসিংরুমে ঢুকে খেলোয়াড়দের সামনে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, যদি দল এই অসাধ্যকে সাধন করে এবং সেমিফাইনালের টিকিট কাটে, তাহলে খেলোয়াড়দের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
এর আগেও পুরস্কারের উদাহরণ আছে। শেষ ষোলোয় নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল ঘরের মাঠে। দ্বিতীয় লেগে ১-০ গোলে হেরে টাইব্রেকারে পা রাখতে হয় লস ব্লাঙ্কোসদের। সেখানেও জয় তুলে নেওয়ার পর কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়াস জুনিয়রেরা পেয়েছিলেন অর্থ পুরস্কার।
লা লিগায়ও পেরেজের অনুপ্রেরণা লক্ষ্য করা গেছে। আলাভেসের বিপক্ষে ১০ জনের দল নিয়ে ১-০ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচশেষে প্রেসিডেন্ট পেরেজ ড্রেসিংরুমে গিয়ে সরাসরি এমবাপ্পের সঙ্গে কথা বলেন এবং পরে বাকিদের উদ্দেশ্য করে বলেন, “তোমারা যদি জেতো এবং সেমিফাইনালে যেতে পারো, তোমাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।”