শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ সেপ্টেম্বর ২০২৪

এবার অবসরের ঘোষণা দিলেন সাকিব

এবার অবসরের ঘোষণা দিলেন সাকিব
সংগৃহীত

গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে নিজের অবসর পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন সাকিব আল হাসান। এবার চলমান ভারত সফরের দ্বিতীয় টেস্টের আগে অবসরের ঘোষণাই দিলেন তিনি। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে থাকবেন না এমনটাই জানিয়েছেন তিনি। 

চলতি বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেশের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন বলে জানিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর অক্টোবরে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকেও বিদায় জানাবেন তিনি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে করে এ কথা বলেন তিনি।

বোর্ড সভাপতি এবং নির্বাচকদের সঙ্গেও আলোচনা করে সাকিব বলেন, ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’

দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ব্যাপারে তিনি বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোন সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তাঁরা দেখছেন। তাঁরা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

টি-টোয়েন্টি ছাড়ার ব্যাপারে বোর্ডের সঙ্গে কথা হয়েছে জানিয়ে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টি নিয়েও আমার কথা হয়েছে। বোর্ডের সবার সঙ্গে, নির্বাচকদের সঙ্গে, প্রেসিডেন্টের সঙ্গে, টি-টোয়েন্টি থেকেও আমি সরে যাই। আপাতত পরের যে সিরিজগুলো আছে, নতুন খেলোয়াড় আসুক, সুযোগ দেওয়া হোক।’

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল ২০০৬ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে। এরপর দেশের মাটিতে একই সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু তাঁর। এরপর দেশের হয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ৯টি বিশ্বকাপ খেলেছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন ৫টি। 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়