শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

ক্রীয়া ডেস্ক :

প্রকাশিত: ১৫:৫৪, ১৩ জুন ২০২৪

সুপার আট নিশ্চিত করল উইন্ডিজ

সুপার আট নিশ্চিত করল উইন্ডিজ
সংগৃহীত

ধ্বংসস্তপে দাঁড়িয়ে দুর্দান্ত এক ইনিংস উপহার দিলেন শেরফের রাদারফোর্ড। বল হাতে জ্বলে উঠলেন আলজারি জোসেফ ও গুডাকেশ মোটি। নিউজিল্যান্ডকে খাঁদের কীনারে ঠেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ। 

১৫০ রানের লক্ষ্যে ৯ উইকেটে ১৩৬ রানে আটকে যায় নিউজিল্যান্ড। এবারের  আসরের ‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে স্বাগতিকরা।  
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে হারা কিউইরা টানা দ্বিতীয় হারে সুপার এইটের আশা অনেকটাই খীনও হয়ে গেছে আফগানিস্তানের দুটি ম্যাচ বাকি। পাপুয়া নিউগিনি ও উগান্দার বিপক্ষে দুই ম্যাচে কঠিন সমীকরণ জিততে পারলে টিকে থাকবে  নিউজিল্যান্ড। 

টানা তিন জয়ে সি গ্রুপের শীর্ষে থেকেই সুপার আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। আগের দুই ম্যাচে তারা হারিয়েছিল উগান্ডা ও পাপুয়া নিউগিনিকে। 
রাদারফোর্ড ক্যারিবীয়দের এবারের জয়ের নায়ক। ব্যাট হাতে শেষ দুই ওভারে ম্যাচের গতিপথ পাল্টে দেন এই তারকা। ১৮ ওভার শেষে উইন্ডিজের রান ছিল ৯ উইকেটে ১১২।  শেষ দুই ওভারে ঝড় তুলে শেষস পর্যন্ত তুলেছে ১৪৯। শেষ দুই ওভারে একাই ব্যাট হাতে ৩৭ রান করেন রাদারফোর্ড। শেষ পর্যন্ত ৩৯ বলে ২টি চার ও ৬ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে আর কারো ২০ রানের বেশি রান নেই।  

ক্রিনিদাদের ব্রায়ান লারা স্ট্রেডিয়ামে টসে জিতে দারুণ বোলিং প্রদর্শন শুরু করে নিউজিল্যান্ড। প্রথম ওভারেই জনসন চার্লসে শিকারে পরিণত করেন জেমি নিশাম। এরপর ট্রেন্ট বোল্ড, টিম সাউদি, লকি ফার্গুসনরা উপহার দেন দারুণ বোলিং। তাতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে ১১২ রানে নবম উইকেট হারায় উইন্ডিজ। এরপরই রাদারফোর্ডের সেই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার অবিশ্বাস্য গল্প।
লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারে খেই হারিয়ে ফেলেন  নিউজিল্যান্ড। ইনিংসে বিশোর্ধো রানের জুটি তিনটি, কিন্তু জুটি টেনে লম্বা করতে পারেনি কিওউরা। সর্বোচ্চ ৪০ রান করেন গ্লেন ফিলিপস ৩৩ বলে ৩টি চার ও ২টি ছয়ে।

৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন জোসেফ। ২৫ রানে ৩টি উইকেট শিকার করেন মোটি।

আ/ম

জনপ্রিয়