মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ইমরানুল আজিম চৌধুরী

প্রকাশিত: ০১:০৩, ১৬ এপ্রিল ২০২৫

প্রগতির অগ্রপথিকের বিদায়

প্রগতির অগ্রপথিকের বিদায়
স্মৃতিময় এক মুহূর্তে কবি সৌমিত্র দেব – আজ তিনি শুধু স্মরণে, শ্রদ্ধায়

বাংলা সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল মুখ কবি সৌমিত্র দেব আর নেই। আজ (১৫ এপ্রিল) সকালে ঢাকার খিলগাঁওয়ের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুতে সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে কবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই লেখক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের বন্যা বয়ে যায়। তার বন্ধুরা একে ‘অকস্মিক’ ও ‘অবিশ্বাস্য’ বলেই আখ্যা দেন।

 

১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজারে জন্ম নেওয়া সৌমিত্র দেবের জীবন ছিল সাহিত্যের প্রতি নিবেদিত। দুই দশকের বেশি সময় ধরে তিনি লেখালেখি, সাংবাদিকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার লেখা কবিতা, প্রবন্ধ ও ভ্রমণকাহিনিতে বারবার উঠে এসেছে বাংলা সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন।

 

তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘ডিজিটাল বাংলাদেশ ও বিকল্প গণমাধ্যম’, ‘অজবীথি’, ‘বন পর্যটক’, ‘নীল কৃষ্ণচূড়া’, ‘জলে স্থলে অন্তরীক্ষে’ প্রভৃতি। তার কবিতায় রয়েছে সুররিয়ালিজমের নিখুঁত ব্যবহার, ছন্দ ও রূপকের চমৎকার মেলবন্ধন।

 

সাংবাদিকতা পেশায় তিনি প্রথম আলো ও মানবজমিনে কাজ করেন। সর্বশেষ তিনি ছিলেন অনলাইন মাধ্যম রেডটাইমস ডটকম ডটবিডির প্রধান সম্পাদক। তার সাহিত্য ও সাংবাদিকতা কর্মের জন্য তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৮ লাভ করেন।

 

তার মৃত্যুতে কুমার প্রীতীশ বলেন, “আপনি কবিতা লিখতেন, আমাদের সময়ের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন।” উৎস প্রকাশনীর কর্ণধার মোস্তফা সেলিম বলেন, “বন্ধুর অকাল প্রয়াণে ব্যথাতুর হয়ে পড়েছি।”

 

সর্বশেষ ‘ক্রিয়েটিভ রাইটার্স অ্যাসোসিয়েশন’ আয়োজিত জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি সাহসী বক্তব্য দিয়েছিলেন, যেখানে তিনি বাকস্বাধীনতা, মানবাধিকার ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আহ্বান জানান।

 

তার নিথর দেহ জন্মস্থান মৌলভীবাজারে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে সৎকার শেষে তাকে সমাধিস্থ করা হবে।

 

আমরা কবি সৌমিত্র দেবের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। তার লেখা ও কণ্ঠ আজীবন আমাদের প্রেরণা হয়ে থাকবে।