লাল পরীর মোড়ক উন্মোচন করলেন রিহ্যাব প্রেসিডেন্ট

ছোটদের ছড়ার বই “লাল পরী”র মোড়ক উন্মোচন করলেন রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রিহ্যাব কার্যালয়ে এ ছড়ার বই এর মোড়ক উন্মোচন করা হয়। এই ছড়ার বইটি লিখেছেন রিহ্যাব এর ডিজিএম সারোয়ার জাহান। বিগত সময়ে তার আরো উপন্যাস, গল্প ও কবিতার ৪টি বই প্রকাশিত হয়েছে। “লাল পরী”র অমর একুশ বই মেলার অয়ন প্রকাশনী স্টলে পাওয়া যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রিহ্যাব সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কবি পারভেজ আহসান।