বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২০:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

এখন থেকে কমিকের পাতায় পাওয়া যাবে ’অ্যালেন স্বপন’ কে

এখন থেকে কমিকের পাতায় পাওয়া যাবে ’অ্যালেন স্বপন’ কে
সংগৃহীত

চরকি সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এর জনপ্রিয় চরিত্র এবার উঠে এসেছে কমিক্সের পাতায়। একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’ নামের এই কমিক্স বইটি, যা পাওয়া যাচ্ছে ঢাকা কমিক্সের স্টলে (স্টল নম্বর ৯৪৯-৯৫০)।

চরকি তাদের এক বিজ্ঞপ্তিতে জানায়, বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হকসহ অনেকে।


যদিও ‘ক্রনিকলস অফ অ্যালেন স্বপন’ সিরিজের গল্প অবলম্বনে লেখা, এতে আরো থাকছে পাঁচটি মৌলিক গল্প— ‘স্কন্ধকাটা’, ‘ডোম’, ‘মানসাঙ্ক’, ‘ফাঁদ’ এবং ‘পেঁয়াজু’।‘স্কন্ধকাটা’ লিখেছেন জাহিদুল হক অপু

‘ডোম’, ‘মানসাঙ্ক’ ও ‘ফাঁদ’ লিখেছেন শেখ কোরাশানী। ‘পেঁয়াজু’ যৌথভাবে লিখেছেন জাহিদুল হক অপু ও শেখ কোরাশানী
গল্পগুলোর চিত্রায়নে কাজ করেছেন চারজন তরুণ শিল্পী তারা হলেন মেহেদী হক (ডোম), কাজী মারুফ,(স্কন্ধকাটা), জাবির মাহমুদ রাতিন (মানসাঙ্ক), আবদুল্লাহ আল যুনায়েদ (পেঁয়াজু), মেহেরাব সিদ্দিকী সাবিত(ফাঁদ)

কমিক্স রূপান্তর প্রসঙ্গে চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “পাঠকদের জন্য কাজের আনন্দ এবার নতুনভাবে অনুভব করছি। আশা করি, পর্দার এই চরিত্রটি কমিক্সের পাতায়ও জনপ্রিয় হবে।”

ঢাকা কমিক্সের সম্পাদক ও প্রকাশক মেহেদী হক বলেন, “আমাদের জানা মতে, বাংলাদেশে কোনো ওটিটি সিরিজ থেকে কমিক্সে রূপান্তরের এটাই প্রথম উদাহরণ। তরুণ চারজন আঁকিয়ের দারুণ কাজের মাধ্যমে এটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।”


২০২৩ সালের এপ্রিলে মুক্তি পাওয়া ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ ছিল চরকি সিরিজ ‘সিন্ডিকেট’-এর স্পিন-অফ। এতে উঠে আসে চট্টগ্রামের এক ইয়াবা সম্রাটের মানি লন্ডারিং চক্রের মূল হোতা হয়ে ওঠার গল্প। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংলাপ ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে চরিত্রটি জনপ্রিয় করে তোলেন নাসির উদ্দিন খান।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আবদুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, অর্ণব ত্রিপুরা, মিশকাত মাহমুদ, আইমন শিমলা, ফরহাদ লিমন, জাহিদ ইসলাম, সাজু মাহাদিসহ অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়