শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০:১৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

মেলায় সামছুল আলম সাদ্দামের নতুন গল্পগ্রন্থ

মেলায় সামছুল আলম সাদ্দামের নতুন গল্পগ্রন্থ
সংগৃহীত

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক, ও গবেষক সামছুল আলম সাদ্দামের দশম গল্পগ্রন্থ  ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাত বীরশ্রেষ্ঠ'৷ বইটির প্রচ্ছদ একেছেন মাহবুব আলম। প্রকাশিত হয়েছে বইবাজার প্রকাশনী থেকে। মুদ্রিত মূল্য ৩০০ টাকা হলেও বইমেলা ২৫ শতাংশ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে।

বই সম্পর্কে সামছুল আলম সাদ্দাম বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি ঐতিহাসিক ঘটনা, যা ১৯৭১ সালে ঘটে। এই যুদ্ধে বাংলাদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে এবং স্বাধীনতা অর্জন করে। ’৪৭ এর দেশ ভাগের পর ’৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ’৫৪ এর যুক্তফ্রন্টে জয়লাভ, ’৫৮ এর সামরিক শাসন, ’৬৬ এর ছয় দফা, ’৬৮ এর ষড়যন্ত্র মামলা, ’৬৯ এর গণঅভূত্থ্যান ’৭০ এর নির্বাচন ও ’৭১ এর মুক্তিযুদ্ধসহ সকল পটভুমির আলোকে রচিত বইটি।

বইটি বই বাজার প্রকাশনীর ২৪৩,২৪৪,২৪৫ নং স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইনে অর্ডার দেওয়া যাবে রকমারি, বুকলেট, বইকিনি, প্রজ্ঞা ও অন্য অনলাইন বুকশপ থেকে।

সামছুল আলম সাদ্দাম আধুনিক বাংলা সাহিত্যের প্রতিভাবান লেখক, তার গভীর চিন্তাধারা ও সমাজ সচেতনতামূলক লেখার জন্য পরিচিত। সাদ্দামের জন্ম কুমিল্লা জেলার লক্ষীপদুয়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। বেড়ে ওঠা ঢাকাতেই। সাদ্দাম একাধারে লেখক-গবেষক ও সম্পাদক৷ লেখেন বিশ্বাসের দৃশ্যপটে যুক্তির কথা; বাস্তবতার কথা৷ 

সাদ্দাম ক্যারিয়ারের অনেকটা সময় কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় ল'ফার্মে। তার লেখায় রচনাশৈলীর বিচিত্র কৌশল আর গভীর জীবন বোধের রসায়ন বরাবরই পাঠক মহলে প্রশংসা কুড়িয়েছে। স্বপ্ন দেখেন সুন্দর ও সমৃদ্ধ এক বাংলাদেশের৷তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন৷ ২০১৮ প্রকাশিত লেখকের ৭ম বই 'বিশ্বায়নের ভূ-রাজনীতি' শীর্ষক বইয়ের মাধ্যমে দেশের নীতিনীর্ধারণী পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন৷

সর্বশেষ

জনপ্রিয়