বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

অনুষ্ঠিত হলো ‘মৈত্রী কবিতা উৎসব ২০২৪’

অনুষ্ঠিত হলো ‘মৈত্রী কবিতা উৎসব ২০২৪’
মৈত্রী কবিতা উৎসব ২০২৪

বিশ্ব কবিমঞ্চ, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের উদ্দ্যেগে অনুষ্ঠিত হলো ‘মৈত্রী কবিতা উৎসব ২০২৪’।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এ কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক পুলক কান্তি ধরের আমন্ত্রণে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান ও বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টারে পরিচালক মৃন্ময় চক্রবর্তী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

মূখ্য আলোচক হিসেবে ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বরুণজ্যোতি চৌধুরী।

অনুষ্ঠানটিতে কবিতায় বিশ্ব কবিমঞ্চ মাতৃভাষা সম্মাননা-২০২৪ সম্মাননায় ভূষিত হন যথাক্রমে ভারতীয় অধ্যাপক ড. বরুনজ্যোতি চৌধুরী, যুক্তরাজ্যের কবি হাফসা ইসলাম এবং কবি লিলি শেঠ।

আলোচকরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, বাংলাদেশ ও ভারত আজ অনিবার্য বাস্তবতা হলেও, বাঙালির বিভাজন অসম্ভব। দুই বাংলার মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক যোগাযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যেকার মৈত্রি ও এই দুই দেশের বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। উৎসবে দুই দেশের কবি ও বাচিক শিল্পীরা আবৃতি পরিবেশন করেন।

সপক

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়