সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র কিনলেন মুক্তিযোদ্ধা ফরিদা খানম
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এরই মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র কিনলেন নোয়াখালীর বিশিষ্ট নারী মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এর আগে, সকাল ১০টা থেকে শুরু হয় ফরম বিতরণ, চলে বিকেল ৪টা পর্যন্ত। বেলা সাড়ে ১১টার দিকে ফরম বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ফরিদা খানম সাকী সাবেক সংসদ সদস্য, চৌমুহনী এস এ কলেজের সাবেক ভি পি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও মুজিব বাহিনীর জেলা প্রধান মাহমুদুর রহমান বেলায়েতের সহধর্মীনী।