সংস্কার-বিচার নিশ্চিত করেই নির্বাচন করতে হবে

অবস্থায় ফিরে আসবে দেশে তখন অস্থির পরিস্থিতি তৈরির সংখ্যা থাকবে না। শিল্প খাতে স্থিতিশীল থাকলে সেই দেশ কখনো এগিয়ে যেতে পারে না৷ এজন্য দেশে স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।
জামায়াত আমির অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য দেশে একটি ইকোনমিক ড্রোন তৈরি করা হয়। তাতে করে একটা ভালো পরিবেশ তৈরি হবে। এটা আলোচনার মাধ্যমে সেটেল করা সম্ভব, এটা চলমান প্রক্রিয়া। অবশ্যই, এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন ব্যাপক উৎসাহ প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন দলটির সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমির অধ্যপক মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটি এম মাসুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, অধ্যাপক ইজ্জত উল্লাহ, নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন।