বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং অগ্রদূত: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি কখনোই সংস্কারের বিরুদ্ধে নয়। বরং দলটি বরাবরই সংস্কারমুখী রাজনৈতিক চিন্তা ও পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার শুরুতে তিনি এসব কথা বলেন।
সংসদের এলডি হলে সকাল ১১টার দিকে এই আলোচনা শুরু হয়। আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, “সংস্কার চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে সবকিছুই বদলায়, আমাদেরও বদলাতে হয়। বিএনপি সেই বদলের নেতৃত্ব দিয়েছে আগেও, ভবিষ্যতেও দিতে প্রস্তুত।”
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন ভিশন ২০৩০ ঘোষণা করেন, তখন অনেকেই সংস্কারের কথা ভাবেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ছিল সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ।
“বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোনো দল করেছে—এমন উদাহরণ নেই,” বলেন নজরুল ইসলাম।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবকে ইতিবাচকভাবে মূল্যায়ন করে তিনি আরও বলেন, “আমরা চাই সবকিছুই জনগণের সম্মতিতে হোক। কমিশনের যেসব প্রস্তাব এসেছে, আমরা সেগুলো সদিচ্ছা হিসেবেই নিচ্ছি। তবে সময়ক্ষেপণ যেন না হয়, যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত না হয়ে যায়।”
তিনি বলেন, এই মুহূর্তে আরেকটি বড় সুযোগ তৈরি হয়েছে দেশকে সামনে এগিয়ে নেওয়ার। বিএনপি সেই সুযোগ কাজে লাগাতে চায় এবং কমিশনের কাজকে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।
“আর কতবার আমরা লড়াই করব, বিজয়ী হব, আর সেই বিজয়ের ফলাফল কেড়ে নেওয়া হবে?”—এমন প্রশ্ন রেখে নজরুল ইসলাম খান জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান।