"হোমিওপ্যাথির ডোজের মত ক্ষুদ্র হচ্ছে এনসিপ"- মাসুদ কামাল

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি অনলাইন টকশো "ঠিকানায় খালেদ মুহিউদ্দিন"-এ অংশ নিয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচন কবে হবে সেটা বলা কঠিন। কারণ সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা একেকজন একেক কথা বলেন।” তবে তিনি মনে করেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ড. ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে বাংলাদেশের ইতিহাসে “সবচেয়ে ভাগ্যবান সরকার” হিসেবে আখ্যায়িত করে মাসুদ কামাল বলেন, “এই সরকার দেশের মাঠে থাকা প্রায় সব রাজনৈতিক দলের নিঃশর্ত সমর্থন পেয়েছে, যা অতীতে আর কোনো সরকার পায়নি—even বঙ্গবন্ধুর সরকারেরও এমন সমর্থন ছিল না।”
তিনি বলেন, সরকার সমর্থিতরা সামাজিক মাধ্যমে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন এবং বিভিন্ন রকম রাজনৈতিক কল্পনা ছড়াচ্ছেন। “কেউ বলছেন তিন বছর, কেউ পাঁচ বছর, আবার কেউ বলছেন ২০২৯ সাল পর্যন্ত সরকার চলবে। এমনকি কেউ কেউ ‘জাতীয় সরকার’ গঠনের ধারণা দিচ্ছেন, যেখানে ড. ইউনূস হবেন প্রধান উপদেষ্টা এবং তারেক রহমান হবেন উপ-প্রধান উপদেষ্টা।”
এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সব রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন দিলেও, তা প্রত্যাহার করলে সরকার চাপের মুখে পড়বে। যদি তারেক রহমান আগামী সপ্তাহে এসে নির্বাচন দাবি করেন, তাহলে নির্বাচন ডিসেম্বরেই হয়ে যাবে। ড. ইউনূস এমন রিস্ক নিতে পারবেন না।”
সবশেষে মাসুদ কামাল এনসিপি প্রসঙ্গে বলেন, “এনসিপি যত বেশি সময় পাবে, ততই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হবে, ঠিক হোমিওপ্যাথির ডোজের মত। আমার মনে হয়, তাদের আশা-আকাঙ্ক্ষা এখন প্রায় শেষ।”