বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৫, ১৫ এপ্রিল ২০২৫

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন ফাতিমা তাসনিম

গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করলেন ফাতিমা তাসনিম

গণঅধিকার পরিষদের গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের অন্যতম সক্রিয় নেত্রী ফাতিমা তাসনিম। এক আবেগঘন বিবৃতিতে তিনি জানান, “হাঁটি হাঁটি পা পা করে গণঅধিকার পরিষদের সাথে একীভূত হয়ে আমরা সারা বাংলাদেশে একটি রাজনৈতিক দলের উত্থান তৈরি করি। সারা বাংলাদেশের মানুষের সমর্থন নিয়েই রাজপথের স্রোতের বিপরীতে আমাদের উঠে আসা। নানা ধরনের ঘাত–প্রতিঘাতের মধ্য দিয়েই আমাদের বেড়ে ওঠা। ফ্যাসিস্ট রক্তচক্ষুকে উপেক্ষা করেই আমাদের রাজনীতিতে পদার্পণ।”

 

তিনি আরও বলেন, “এই দীর্ঘ ৭ বছরের ভালোবাসা, লিডারশিপ অর্জন—এসব অর্জনকে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে বৃহৎ পরিসরে প্রতিষ্ঠিত করতেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। দেশবাসীর সকলের কাছেও দোয়া কামনা করছি।”

 

উল্লেখ্য, ফাতিমা তাসনিম বিগত বছরগুলোতে গণঅধিকার পরিষদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের বাসিন্দা মো. শাহাবুদ্দিন তালুকদারের মেয়ে। তিনি এর আগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১৪, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন।

 

তাঁর এ পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই তিনি নতুন রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে পারেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়