সারজিস আলম
যারা শেখ হাসিনাকে দেশছাড়া করতে পারে, তারা দেশেরও দায়িত্ব নিতে পার

‘প্রত্যেক মানুষ একজন থেকে আরেকজন আলাদা। এই দলে (এনসিপি) কেউ কারও দাস নয়। আমাদের স্বাধীনতা আছে যে, আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারি। যারা খুনি শেখ হাসিনাকে দেশছাড়া করতে পারে, তারা দেশেরও দায়িত্ব নিতে পারে। আমাদের সুযোগ দেওয়া হলে আমরা ঐক্যবদ্ধভাবে পুরো বাংলাদেশের জন্য কাজ করে যাবো।’ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৭ মার্চ) পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘জাতীয় সংসদে দাঁড়িয়ে জোর গলায় পঞ্চগড়ের মানুষের দাবি তুলে ধরতে চাই।’ কৃষিপণ্যের দরে সামঞ্জস্য আনতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যেন কৃষকেরও লোকসান না হয় ক্রেতারাও কিনতে পারেন।’
উল্লেখ্য, সারজিস আলম বর্তমানে পঞ্চগড়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। প্রতিদিন তিনি বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা ও সংকট জানার চেষ্টা করছেন। পাশাপাশি নিজ এলাকায় এনসিপির পক্ষে জনমত তৈরি করছেন তিনি।