সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:২৮, ২৭ মার্চ ২০২৫

‘আওয়ামী লীগ’ প্রধান উজ্জ্বলের পরিচয় মিলেছে, যা বলছে পরিবার

‘আওয়ামী লীগ’ প্রধান উজ্জ্বলের পরিচয় মিলেছে, যা বলছে পরিবার
সংগৃহীত

নতুন রাজনৈতিক দল ‘আওয়ামী লীগ’ নামের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে। এর প্রতীক চাওয়া হয়েছে ‘নৌকা’ অথবা ‘ইলিশ’। গত ২৪ মার্চ দলটির নিবন্ধন চেয়ে উজ্জ্বল রায় (২৭) নামের এক ব্যক্তির পরিচয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আবেদন করা হয়।

এরপর এ বিষয়টি গণমাধ্যমে আসলে শুরু হয় নানান আলোচনা।

পরিচয় খোঁজা শুরু হয় উজ্জ্বল রায়ের। তিনি নিজেকে দলের প্রধান বলে দাবি করেছেন।

ইসিতে জমা দেওয়া আবেদন ফরমের তথ্য অনুযায়ী, ‘আওয়ামী লীগ’-এর প্রধান দাবি করা উজ্জ্বল রায়ের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায়। তিনি ওই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নরেশ চন্দ্র রায়ের ছেলে।

তার মায়ের নাম পারুল রায়।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, উজ্জ্বল রায় ছাড়াও নরেশ চন্দ্রের আরো এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার বড় ছেলে কনক চন্দ্র চাকরিজীবী এবং মেয়ের নাম প্রতীমা রাণী। উজ্জ্বল পার্শ্ববর্তী উপজেলার ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

‘আওয়ামী লীগ’-এর নিবন্ধন চেয়ে আলোচনায় আসার পর থেকে ‘আত্মগোপনে’ উজ্জ্বল রায়। বাড়িতে বা এলাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, উজ্জ্বল রায় দীর্ঘ দিন ধরে মানসিক ভারসম্যহীন।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়