রাজধানী মোহাম্মদপুর থানা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ও ঢাকা পশ্চিম শাখা ছাত্রদলের সভাপতি মো. রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদের নির্দেশনায় মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বশির উল্লাহ বশির ও মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাকিবুল হোসেন বাবুর আয়োজন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা পশ্চিম শাখা ছাত্রদলের সভাপতি মো. রবিন খান, সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা জনাব শুক্কুর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এসএম আহমাদ আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েতুল হাফিজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ইসহাক, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মাসুদ, যুগ্ম আহ্বায়ক মোঃ চৌধুরী বকশী, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মামুন, ৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জনতার কাউন্সিলর সাজেদুল হক খান রনি, সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ শহিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রবিন, প্রচার সম্পাদক মো হুমায়ুন কবির, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামল হোসেন সহ স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।
ইফতার ও দোয়া মাহফিলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।