বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

সপ প্রতিবেদক :

প্রকাশিত: ২২:৩৬, ১৮ মার্চ ২০২৫

মোহাম্মদপুরে রোজাদারদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ

মোহাম্মদপুরে রোজাদারদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ
সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানার টাউনহল এলাকায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর পশ্চিমের মোহাম্মদপুর থানা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে এ ইফতার বিতরণ করা হয়। 

ইফতার বিতরণের বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন নিলয় বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও মহানগরের নেতাদের সহযোগিতায় আজ আমরা ইফতার বিতরণ কার্যক্রম নিয়েছি। আমরা টাউনহল বাজার এলাকায় অন্তত পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক, মোঃ আকরাম আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম জিন্নাহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্যতম যুগ্ন আহব্বায়ক জাহিদ হোসেন মোড়ল, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মোহাম্মদ বাবু সহ মোহাম্মদপুর থানা ছাত্রদল, যুবদল সহ অনন্য সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয়