বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:১২, ১৮ মার্চ ২০২৫

২২ মার্চ আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করবে গণঅধিকার

২২ মার্চ আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করবে গণঅধিকার
সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। আগামী ২২ মার্চ দলটির প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান জানান, গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ মার্চ বেলা ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের প্রথম ধাপের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হবে।

শালিক গণমাধ্যমকে বলেন, এখন তাদের দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা জানানো হবে। পরে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।

গণঅধিকার পরিষদ এখন পর্যন্ত আগামী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান শাকিল।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়