মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২২:০৩, ৭ মার্চ ২০২৫

জুলাই আন্দোলনে আহত আমিরের সাথে এনসিপি’র ইফতার

জুলাই আন্দোলনে আহত আমিরের সাথে এনসিপি’র ইফতার
সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ১৯ জুলাই নির্মাণাধীন একটি ভবনের চারতলার রড ধরে ঝুলে আছেন একজন তরুণ; তাঁকে লক্ষ্য করে পুলিশ গুলি করছে—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়। রামপুরা মেরাদিয়ার ভবনে ঝুলন্ত ছেলেটির নাম আমির হোসেন (১৮)। অনেকের ধারণা ছিল এ তরুণ মারা গেছে। তবে, সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের চেষ্টায় প্রাণে বেঁচে ফিরে সে।

শুক্রবার (৭ মার্চ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পবিত্র মাহে রমজানের মাসব্যাপী ‘‘জুলাই অভ্যুত্থানে আহত-নিহত পরিবারের সাথে ইফতার’’ কর্মসূচির অংশ হিসেবে আমির হোসেনের পরিবারের সাথে ইফতার করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় আবেগ আপ্লুত হয়ে যান আমির হোসেন ও তার পরিবার৷ তিনি বলেন, আমি এখন সুস্থ আছি। আহত হয়ে দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিলাম, ছাত্ররা আমাকে উদ্ধার করে নতুন জীবন দান করেছে৷ আমার এবং আমার পরিবারের নিয়মিত খোঁজ রাখছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। 

ইফতারে উপস্থিত ছিলেন শেখ আসিফ আদনান, নাফসিন মেহেনাজ, জিয়াদ মো. সাইফ, কাজী সাজ, আব্দুল্লাহ আবির রিদ্ধ, আব্দুর রাজ্জাক বিন সুলেমান রিয়াদ প্রমুখ। 

এনসিপি’র প্রতিনিধি শেখ আসিফ আদনান বলেন, যাদের কারণে এই বিপ্লব সফল হয়েছে তাদের খোঁজ খবর নেওয়া নৈতিক দায়িত্ব। দায়িত্ব বোধের জায়গা থেকেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম চলমান থাকবে৷

জনপ্রিয়