বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছে এনসিপি

রাজধানীতে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বিনা লাভে নিত্যপণ্য বিক্রি করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা। ব্যতিক্রমী এ উদ্যোগে পাইকারি দামে বিক্রি করা হচ্ছে নানা পণ্য।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় জাতীয় নাগরিক পার্টির আয়োজনে এ কার্যক্রম চালু করেন দলের কর্মীরা। যেখানে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে সাধারণ মানুষ।
আয়োজক কমিটির সদস্য সেলিম হোসাইন গণমাধ্যমকে বলেন, প্রতি রমজানে দ্রব্যের দাম বেড়ে যায়। এখান থেকেই আমাদের উদ্যোগ নেওয়া, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকে। এখানে আমরা বিনা লাভে মানুষের কাছে পণ্য বিক্রি করতে পারছি। আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি সাড়া মিলেছে। ঈদের আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে।