হাসিনার ফাঁসির আগে ভোটের কথা নয়: সারজিস

জুলাইয়ের গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ভোটের কথা না বলার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন সারজিস আলম।
মঙ্গলবার (৪ মার্চ) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের পর একজন শহীদের মায়ের সঙ্গে দেখা করে তিনি এমন মন্তব্য করেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
সারজিস আলম বলেন, “যতদিন না খুনি হাসিনাকে আমরা ফাঁসির মঞ্চে দেখব, ততদিন এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে।”
জুলাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, “আমরা সরকারকে অনেকবার বলেছি, এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না। এটা তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ। আইন বিভাগ- বিচার বিভাগ, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন, এই দুইজন উপদেষ্টা। তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই সরকারের সময় করে যেতে না পারেন, তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমিসি তারা হারাবেন। এবং সারাজীবন এটা তাদেরকে দায় বহন করে যেতে হবে।”
তিনি বলেন, “এই সরকারের সময় বিচার করতে হবে এবং যে সময়টুকু সরকারের আছে, নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশের নিয়ে এসে ফাঁসি মঞ্চে নিতে হবে।”
এর আগে রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত ও দোয়া করেন এনসিপির নেতারা। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, নাসির উদ্দীন পাটোয়ারী, আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।