ধানমণ্ডি বত্রিশে হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ

ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি ধ্বংস ও লুটপাটের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি রাষ্ট্রীয় মদদে এই জঙ্গি সন্ত্রাসী হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে
এ প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে, "অবৈধ ও অসাংবিধানিক দখলদার স্বৈরাচার ইউনূস গংয়ের প্রত্যক্ষ মদদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ও বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িটি ভেঙে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে রাষ্ট্রীয় মদদে এই জঙ্গি সন্ত্রাসী হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
এতে বলা হয়েছে, এই বাড়িটি ধ্বংস করে ৭১ এর পরাজিত অপশক্তি ইতিমধ্যে নিজেদেরকে বাংলাদেশের গণশত্রু হিসেবে আবারও প্রমাণ করেছে। একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের দোসর জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশকে আবারও শত্রু মুক্ত করা আজ প্রতিটি বাংলাদেশীর নৈতিক দায়িত্ব ও কর্তব্যে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সামনে ঘোষণা দিয়ে বিনা বাঁধায় ধানমন্ডি বত্রিশে জঙ্গি হামলা, ভাংচুর ও লুটপাট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে।
এছাড়াও গতকাল ধানমন্ডির সুধাসদনে আগুন, ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা হলের নাম জোরপূর্বক পরিবর্তন ও ম্যুরাল ভাংচুরসহ সারাদেশে বিভিন্ন আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসভবনে হামলা, আগুন ও ভাংচুর করা হয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ন্যাক্কারজনক সংস্কৃতির সূচনা করেছে।
রাষ্ট্রীয় ভাবে গোপনে নির্দেশ দেয়ার পাশাপাশি পিনাকী, ইলিয়াস, নাহিদ, সারজিস, হাসনাত ও মাহফুজ গংয়ের ফেসবুকে উস্কানীমূলক পোস্টের মাধ্যমে সারাদেশে জঙ্গি ও সন্ত্রাসীদেরকে এসব হামলার নির্দেশ দেয়া হয়েছিল। একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর পেজে এই জঙ্গি হামলাকে সমর্থন দিয়ে টুইটারে লেখা হয়েছে, "বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান, ঢাকায় মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিল বাংলাদেশী বিপ্লবীরা।
বাংলাদেশী বিপ্লবীরা ধানমন্ডি -৩২- এ শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে দিয়েছে। যেখানে তিনি ভারতের সাথে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করেছিলেন। এর ফলে, বাংলাদেশে মুজিবুর রহমানের একটিও অবশিষ্টাংশ অবশিষ্ট নেই।" পাকিস্তান সরকারের প্রতিরক্ষা বিভাগের এধরণের বক্তব্যের মাধ্যমে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে যে, পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নির্দেশে পরিকল্পিত ভাবে এই জঙ্গি ও সন্ত্রাসী হামলাগুলো সংঘটিত হয়েছে।
মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি জামাত-শিবির, রাজাকার, আল-বদর, আল-শামস, লাল বদর বাহিনীর দোসররা ধানমণ্ডি বত্রিশের বাড়িকে টার্গেট করার কারণ হচ্ছে এই বাড়ি থেকেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এজন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতেই এই আক্রমণ।
বাংলাদেশ সেনাবাহিনীর নিকট দাবি, অবিলম্বে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক রাষ্ট্রীয় স্থাপনা ধানমন্ডি ৩২ কে যথাযথ ভাবে সংরক্ষণ করে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করার পাশাপাশি রাষ্ট্রীয় মদদে এসব ন্যাক্কারজনক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত নির্দেশদাতা, মদদদাতা ও হামলাকারী জঙ্গি সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় খুব শীঘ্রই দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচী ঘোষণা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।"