শেখ হাসিনাকে অসম্মান করায় মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ
বাংলা একাডেমী বইমেলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবৈধ প্রেস সচিব শফিকুল আলমের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
শনিবার (২ ফেব্রুয়ারী) সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।
প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে, "গতকাল বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন তৈরী করে অবৈধ ও অসাংবিধানিক প্রধান উপদেষ্টার অবৈধ প্রেস সচিব শফিকুল আলম কর্তৃক জননেত্রী শেখ হাসিনাকে অসম্মান ও কটাক্ষ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি শফিকুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শফিকুল আলমের এধরণের জঘন্যতম কর্মকাণ্ড বাংলাদেশের ইতিহাসে একটি ন্যাক্কারজনক অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির দোসররা পরিকল্পিত ভাবে বাংলা একাডেমির অমর একুশের বইমেলার গেইটে এধরণের ডাস্টবিন স্থাপনের মাধ্যমে পুরো বইমেলাকে প্রশ্নবিদ্ধ করে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তির এজেণ্ডা বাস্তবায়ন করেছে। সেই ডাস্টবিনের সামনে নির্লজ্জ ও বেহায়ার মতো ছবি তুলে শফিকুল আলম নিজের ফেইসবুক আইডিতে প্রচার করে প্রকৃতপক্ষে সে তার নিজের ঘৃণ্য চরিত্র জাতির সামনে উন্মোচিত করেছে। দেশের জনগণ তার এসব বিতর্কিত কর্মকাণ্ড ইতিমধ্যে ঘৃণাভরে প্রত্যাখান করে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। এই ন্যাক্কারজনক অপকর্মের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের তাৎক্ষণিক কঠোর প্রতিবাদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আবারও প্রমাণিত হয়েছে। দেশের জনগণ শফিকুল আলমকে খুব শীঘ্রই সমুচিত জবাব দিবে। তার এধরণের ঘৃণিত অপকর্মের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ও পুরো নারী সমাজকে অসম্মান করা হয়েছে।
অমর একুশে বইমেলা ও পুরো বাঙালি জাতিকে বিশ্বের সামনে অসম্মানিত করা হয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের দাবি অবিলম্বে শফিকুল আলমকে অপসারণসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শফিকুল আলমকে আগামী ২৪ ঘন্টার মধ্যে অপসারণ করে প্রমাণ করতে হবে এই ঘৃণিত কর্মকাণ্ডের সাথে বর্তমান অবৈধ ও অসাংবিধানিক সরকারের কোন সংশ্লিষ্টতা নেই। বাংলা একাডেমীর বইমেলায় একাত্তরের পরাজিত অপশক্তির দোসরদের দেশ বিরোধী সকল অপকর্ম বন্ধ করতে হবে। অন্যথায় বইমেলা বয়কটের আহবানসহ বাংলা একাডেমি কর্তৃপক্ষের শাস্তির দাবিতে দেশব্যাপী কঠোর কর্মসূচী ঘোষণা করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।"