ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : ফখরুল
ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান দেশে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপির খালেদা জিয়ার কোর্টে দেওয়া জবানবন্দির ওপর রচিত ‘রাজবন্দির জবানবন্দি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ফখরুল বলেন, সংস্কার-সংস্কার বলা হচ্ছে। আরে সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি, জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি নিয়ে এসেছেন। জিয়াউর রহমানের ১৯ দফাই বড় সংস্কার। আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা এটাকে সামনে আনবে না। কারণ তারা এখন মাটির মানুষের কাছাকাছি যেতে পারেননি।
তিনি বলেন, মোবাইল এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি না। এটাই শত্রুকে পরাজিত করতে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন এতো দ্রুত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে কী কারণে? এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এখানে আমাদের সবল হতে হবে এবং দীপ্ত পদচারণা থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের উপস্থিতি অনেক কম।
খালেদা জিয়ার জবানবন্দির ওপর রচিত বই একটা ইতিহাস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জবানবন্দি একটা ইতিহাস, এটাই একটা দিকনির্দেশনা। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। ওনার (খালেদা জিয়া) কোর্টে দেওয়া জবানবন্দি বারবার পড়া উচিত।
তিনি আরো বলেন, আজকে খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। তিনি গিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। পথে পথে লাখ লাখ মানুষ অভিনন্দন জানিয়েছেন ভালোবাসা থেকে। আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মান পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি। আমরা যেখানে যেটা দরকার চেয়েছি, সঙ্গে সঙ্গে করে দিয়েছে।
কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, কোনো ধরনের পারিশ্রমিক না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছেন। ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানাই, তারা ম্যাডামের যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন।
খালেদা জিয়া মুক্তভাবে চিকিৎসার জন্য গিয়েছেন, এর চেয়ে বড় পাওয়া কি আছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শফিক রেহমান, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ প্রমুখ।