শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৩৯, ৯ জানুয়ারি ২০২৫

ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : ফখরুল

ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : ফখরুল
সংগৃহীত

ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান দেশে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গুলশানে বিএনপির খালেদা জিয়ার কোর্টে দেওয়া জবানবন্দির ওপর রচিত ‘রাজবন্দির জবানবন্দি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফখরুল বলেন, সংস্কার-সংস্কার বলা হচ্ছে। আরে সংস্কার তো আমরাই প্রথম শুরু করেছি, জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। সংবাদপত্রের স্বাধীনতা, মুক্তবাজার অর্থনীতি নিয়ে এসেছেন। জিয়াউর রহমানের ১৯ দফাই বড় সংস্কার। আমাদের বড় বড় বুদ্ধিজীবীরা এটাকে সামনে আনবে না। কারণ তারা এখন মাটির মানুষের কাছাকাছি যেতে পারেননি।

তিনি বলেন, মোবাইল এখন যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ার। আমরা অনেকে এটা উপলব্ধি করতে পারি না। এটাই শত্রুকে পরাজিত করতে পারে। ২০২৪ সালের ৫ আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলন এতো দ্রুত স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গেছে কী কারণে? এই হাতিয়ারের কারণে। এই জায়গাটায় আমরা অনেক দুর্বল। এখানে আমাদের সবল হতে হবে এবং দীপ্ত পদচারণা থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের উপস্থিতি অনেক কম।

খালেদা জিয়ার জবানবন্দির ওপর রচিত বই একটা ইতিহাস উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার জবানবন্দি একটা ইতিহাস, এটাই একটা দিকনির্দেশনা। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতি। ওনার (খালেদা জিয়া) কোর্টে দেওয়া জবানবন্দি বারবার পড়া উচিত।

তিনি আরো বলেন, আজকে খালেদা জিয়া মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। তিনি গিয়েছেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। পথে পথে লাখ লাখ মানুষ অভিনন্দন জানিয়েছেন ভালোবাসা থেকে। আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মান পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি। আমরা যেখানে যেটা দরকার চেয়েছি, সঙ্গে সঙ্গে করে দিয়েছে।

কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, কোনো ধরনের পারিশ্রমিক না নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে গিয়েছেন। ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানাই, তারা ম্যাডামের যাওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। 

খালেদা জিয়া মুক্তভাবে চিকিৎসার জন্য গিয়েছেন, এর চেয়ে বড় পাওয়া কি আছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শফিক রেহমান, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ প্রমুখ।

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আলাদিনের চেরাগ নেই, ঘষা দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে : বাণিজ্য উপদেষ্টানিজ বাসা থেকে শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যাক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : মির্জা ফখরুলরক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল দুপুর ১২টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীর এলএনজি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এ সময়ে দেশের কোথাও কোথাও গ্যাসের স্বল্পচাপ থাকবে : পেট্রোবাংলাচট্টগ্রাম আদালত ভবন থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার, আটক ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ দাখিলমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি ২৩ জানুয়ারিআলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান, বকশীবাজার-চকবাজার রোডে যান চলাচল বন্ধসাভারের ফুলবাড়িয়ায় বাসের ধাক্কায় আগুন লেগে অ্যাম্বুলেন্সের ৪ যাত্রীর মৃত্যু, আহত ৭আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব