বৃহস্পতিবার ০৯ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২৩:৪১, ৮ জানুয়ারি ২০২৫

মাকে সারপ্রাইজ দিলেন তারেক রহমান

মাকে সারপ্রাইজ দিলেন তারেক রহমান
সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর এবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেলেন নাকি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রেও যাওয়ার কথা রয়েছে তার। চিকিৎসার পাশাপাশি এবারের বিদেশযাত্রার সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সাড়ে সাত বছর পর ছেলে তারেক রহমানসহ তাদের পরিবারের পুনর্মিলনের দিকে।

বুধবার (৯ জানুয়ারি) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় খালেদা জিয়াকে বহন করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। আগে থেকেই জানানো হয়েছিল, তারেক রহমান মাকে বরণ করে নেবেন। কিন্তু শুরুর দিকে লন্ডন থেকে সামনে আসা ছবিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা যায় বড় ছেলের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সাত বছর পর জিয়া পরিবারের এমন মুহূর্তের ছবি অনেকে শেয়ার করতে শুরু করেন। ইতোমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি।

এক এগারোর পর জিয়া পরিবারের ওপর সবচেয়ে বেশি ধকল যায়। বেগম খালেদা জিয়ার দুই ছেলের একজন বিদেশে থাকতেই মারা যান। বড় ছেলে তারেক রহমান ২০০৭ সাল থেকে পরিবারসহ চিকিৎসার জন্য অবস্থান করেন লন্ডনে। লম্বা বিরতির পর ২০১৭ সালে একবার মা-ছেলের সঙ্গে দেখা হলেও গত সাড়ে সাত বছর কেটেছে ভার্চুয়াল কথাবার্তার মধ্য দিয়ে। এবার চিকিৎসার জন্য লন্ডন যাওয়ায় দেখা হলো মা-মেয়ের।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন সাবেক এই প্রধানমন্ত্রী। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান তিনি।

এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ১৬ জুলাই তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। তখনও তারেক রহমান নিজের গাড়িতে করে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান।

জনপ্রিয়