বুধবার ০৮ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২০:৪৫, ৭ জানুয়ারি ২০২৫

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

বিমানবন্দরের পথে খালেদা জিয়া
সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য এবার লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি ইতোমধ্যে গুলশানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি রওয়ানা হন।  

খালেদা জিয়াকে বহন করা গাড়ি গুলশান-২ এর গোল চত্বর ও কাকলী গোল চত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে চড়ে ঢাকা ত্যাগ করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। 

এদিকে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। বিকেল থেকেই নেতাকর্মীরা জড়ো গুলশানে জড়ো হতে থাকেন। বিকেল থেকেই ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপর দেখা গেছে। 

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছেছে। 

খালেদা জিয়ার সঙ্গে পরিবারের সদস্য ছাড়া চিকিৎসক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীসহ সফরসঙ্গী হবেন মোট ১৬ জন। যাত্রাপাথে কাতারে এক ঘণ্টার বিরতি থাকবে।

বিএনপি নেতা ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ গণমাধ্যমকে বলেন, আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের রাজকীয় কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিকসরা থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের ৬জন সদস্য এই বিমানে যাবেন। তারা হলেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নূরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

জনপ্রিয়