ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নতুন কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ ১৪ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদল।
কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সাক্ষরিত কমিটিতে মো. সালাহউদ্দিন আহমেদকে সভাপতি ও মাহফুজুর রহমান লিপকনকে সাধারণ সম্পাদক করে অনুমোদন দেওয়া হয়।
মো. সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত৷ তেজগাঁও কলেজে পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। তেজগাঁও কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, এজিএস ও ইন্টারমিডিয়েটের সভাপতি ছিলেন সালাউদ্দিন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন সালাউদ্দিন। তার আগে এই ইউনিটের সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
বিগত সময়ে রাজনৈতিক মামলাসহ আওয়ামী লীগ সরকারের আমলে নানা নির্যাতনের শিকার হয়েছেন সালাহউদ্দিন। অবশেষে কেন্দ্রীয় ছাত্রদলের পর সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেলেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ঢাকার নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের সিংহড়া গ্রামের সন্তান।