বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

খুলনা প্রতিনিধি :

প্রকাশিত: ১৬:০৫, ১ ডিসেম্বর ২০২৪

হত্যাকারীদের পালিয়ে যেতে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার : জামায়াত আমির

হত্যাকারীদের পালিয়ে যেতে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার : জামায়াত আমির
সংগৃহীত

বিডিআর বিদ্রোহের হত্যাকারীদের নির্বিঘ্নে পালিয়ে যেতে দিয়েছিল পতিত ফ্যাসিষ্ট সরকার। খুলনায় কর্মী সমাবেশে এই কথা বলেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (১ ডিসেম্বর) খুলনা খানজাহান আলী থানা জামায়াতের কর্মীসভায় এ কথা বলেন তিনি। 

ওই বিদ্রোহে প্রতিশ্রুতিশীল সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের হত্যার প্রসঙ্গ সামনে এনে, সেই খুনিরা কীভাবে পালিয়ে গেল, তা জানতে চান ডা. শফিকুর। বলেন, ‘প্রতিশ্রুতিশীল সেনা অফিসারদের হত্যা করা হয়েছিল। তাঁদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। হত্যা করে লাশ ড্রেনে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কারা এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী —আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেনি। কারণ যারা ক্ষমতায় তারাই প্রকৃত খুনি ছিল।’

বাংলাদেশকে একটি মর্যদাশীল রাষ্ট্র হিসেবে দেখার প্রত্যাশা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘বিদেশিদের বন্ধু হিসেবেই দেখতে চাই আমরা, প্রভু হিসেবে নয়।’ 

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়