রাষ্ট্রপতি অপসারণসহ তিনটি বিষয়ে বৈঠক হয় ছাত্রনেতাদের সাথে বিএনপির
ছাত্রনেতাদের কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি
রাষ্ট্রপতি অপসারণসহ তিনটি বিষয়ে বৈঠক হয় ছাত্রনেতাদের সাথে বিএনপির। তবে কোনো বিষয়ে সিদ্ধান্তের কথা জানায়নি দলটি। দলীয় ফোরামে আলোচনা করেই চূড়ান্ত মত দিবে বিএনপি। এমন তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর আহবায়ক হাসনাত আবদুল্লাহ।
রাষ্ট্রপতি অপসারণ ব্যতীত সেকেন্ড রিপাবলিক কীভাবে গঠন করা যায় এবং জাতীয় ঐক্যকে ধরে রেখে কীভাবে সরকার পরিচালনা করা যায় এ বিষয় গুলো নিয়ে আলোচনা হয় তাদের।
শনিবার বিকালে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছাত্রনেতাদের পক্ষে প্রতিনিধিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র উমামা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সমন্বয়ক রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন, সদস্য আরিফুল ইসলাম আদিব।