শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০:১৮, ১২ অক্টোবর ২০২৪

এবার প্রকাশ্যে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি-সেক্রেটারি

এবার প্রকাশ্যে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি-সেক্রেটারি
সংগৃহীত

বাংলাদশ আওয়ামী লীগের শাসনামলে প্রকাশ্যে দেখা যায়নি রাজনীতির মাঠে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নেতাকর্মীকে। তবে সেই অবস্থা এখন আর নেই আর শিবিরও গোপনে থাকছে না।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কোটাবিরোধী ছাত্র আন্দোলনে মুখে পড়ে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামি ছাত্রশিবির সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ পাওয়ার পর এবার প্রকাশ্যে এলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিবিরের সভাপতি ও সেক্রেটারির নাম।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ইকবাল হোসেন ও সেক্রেটারি আসাদুল ইসলাম। সভাপতি ইকবাল হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে সেক্রেটারি আসাদুল ইসলাম ১৭-১৮ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে থাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ জবিয়ান্স থেকে তাদের নাম প্রকাশ করে পোস্ট দেয়া হয়। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এক প্রতিবাদলিপি দেন। সেখানে সভাপতি হিসেবে ইকবাল হোসেন ও সেক্রেটারি হিসেবে আসাদুল ইসলামের নাম উল্লেখ করা হয়।

এছাড়াও প্রচার সম্পাদক ইব্রাহিম আলির পরিচয়ও জানা যায়। তবে তিনি কোন বিভাগের সেই বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

জনপ্রিয়