সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রাহায়ণ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:১০, ১৮ জুলাই ২০২৪

ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক
সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় ছাত্রলীগের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে জনগণ এবং রাজনৈতিক দলগুলো প্রতি আলাদাভাবে সেখানে বার্তা দেওয়া হয়েছে। সেখানে জনগণকে চলমান কোটা আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। এবং রাজনৈতিক দল ও ইসলামি দলগুলোকে চুপ না থেকে আন্দোলনকারীদের পক্ষে দাঁড়ানোর আহ্বান করা হয়।

www.bsl.org.bd  ঠিকানার ছাত্রলীগের অফিসিয়াল ওয়েবসাইটি হ্যাক করে সেখানে ছাত্র হত্যা বন্ধ কর উল্লেখ করে লেখা হয়েছে, হ্যাকড বাই দ্য রেসিস্ট্যান্স।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়