শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:২০, ২৬ মে ২০২৪

ঘূর্ণিঝড় রেমাল : ছাত্রলীগ নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ

ঘূর্ণিঝড় রেমাল : ছাত্রলীগ নেতাকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশ
সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।  

রবিবার (২৬ মে) কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা এক বিবৃতিতে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়েছে, যা অতি প্রবল ঘূর্ণিঝড় বা সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ইতোমধ্যে উপকূলবর্তী এলাকাসহ মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য বিপদ সংকেত জারি করেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া ও ভারতের পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝামাঝি স্থানে অবস্থান করছে। ২৬ শে মে গভীর রাতে কিংবা ২৭ শে মে ভোরের মধ্যে বাংলাদেশের সাতক্ষীরা, পটুয়াখালী ও বরগুনাসহ উপকূলবর্তী এলাকায় তীব্রভাবে এটি আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

আঘাত হানার সময় এর কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার হতে পারে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশব্যাপী অতি ভারী বৃষ্টি, প্রবল দুর্যোগ, বজ্রবৃষ্টি এবং সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস হতে পারে। প্রবল বৃষ্টির ফলে ভূমিধস হওয়ার আশঙ্কাও রয়েছে।

এতে আরও বলা হয়, ছাত্রলীগের নেতাকর্মীদের ঘূর্ণিঝড় প্রবণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে, সচেতনতামূলক প্রচারণা চালিয়ে, মাইকিং করে, শুকনো ও রান্না করা খাবার, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করে, ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধারকাজ পরিচালনা করে, ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করে, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করে এবং স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত কার্যক্রমে সহযোগিতা প্রদান করে পাশে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।

আ/ম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আলাদিনের চেরাগ নেই, ঘষা দিলেন আর বাজার ঠিক হয়ে যাবে : বাণিজ্য উপদেষ্টানিজ বাসা থেকে শরীয়তপুরের জাজিরা থানার ওসি আল আমিনের মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যাক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে : মির্জা ফখরুলরক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল দুপুর ১২টা থেকে ১৩ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের মহেশখালীর এলএনজি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, এ সময়ে দেশের কোথাও কোথাও গ্যাসের স্বল্পচাপ থাকবে : পেট্রোবাংলাচট্টগ্রাম আদালত ভবন থেকে চুরি হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার, আটক ১আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ দাখিলমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি ২৩ জানুয়ারিআলিয়া মাদ্রাসা মাঠ থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবস্থান, বকশীবাজার-চকবাজার রোডে যান চলাচল বন্ধসাভারের ফুলবাড়িয়ায় বাসের ধাক্কায় আগুন লেগে অ্যাম্বুলেন্সের ৪ যাত্রীর মৃত্যু, আহত ৭আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে : প্রেস সচিব