ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি হলেন শাহিন
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সহ- সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহাজালাল শাহিন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে সাফল্যের সাথে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি এল এল এম মাস্টার্সে অধ্যায়নরত। ধানমন্ডি থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে আসীন রয়েছেন তিনি।
গত শুক্রবার মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম (বাপ্পি) ও সাধারণ সম্পাদক সজল কুন্ডুর সুপারিশকৃত কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগ।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া শাহিন বলেন, আমার পুরো পরিবারই আওয়ামী লীগের রাজনীতি করেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের মতো গুরুত্বপূর্ণ এ কমিটির পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আমরা সামনের দিনগুলোতে আরো বেশি সাংগঠনিক গতিশীলতা নিয়ে এগিয়ে যাবো।
আ/ম