সেনাবাহিনী আমাদের গৌরবের প্রতীক
মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অতুলনীয়। এ দেশের সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের শেষ ঠিকানা হলো সেনাবাহিনী। তবে দুঃখজনকভাবে ইদানীং কিছু রাজনৈতিক লেবাসধারী এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ব্যক্তিরা সেনাপ্রধান ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন।
সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি, সেনাবাহিনীর সদস্যদের সম্মানহানি করার জন্য নানা অযৌক্তিক অভিযোগ তোলা হচ্ছে। থানায় ধর্ষকের শাস্তি না দেওয়ায় সেনা সদস্যের প্রতি অসদাচরণ, স্টেডিয়ামে প্রবেশের মতো তুচ্ছ ঘটনায় তাদের স্বৈরাচার আখ্যা দেওয়া হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক হলো, এক কলেজছাত্রী সরাসরি সেনা সদস্যদের জেরা করে এবং আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করছে। সেনাপ্রধানের পদো মর্যাদা সর্বোচ্চ সম্মানিত, অথচ বাংলাদেশে কিছু গোষ্ঠী এবং তাদের দোসররা অহেতুক সমালোচনা করে যাচ্ছেন। এ ধরনের আচরণে সেনাবাহিনীর সম্মান ও মর্যাদা হ্রাস পায় না, বরং এরা নিজেদের অজ্ঞতা ও অসম্মান প্রদর্শন করে। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা ও মর্যাদা অটুট থাকতে হবে।
গাজী জহিরুল ইসলাম
লেখক, কলামিস্ট ও সাংবাদিক।