মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৪:৫০, ২৯ এপ্রিল ২০২৫

চীন-আলজেরিয়ার দূতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

চীন-আলজেরিয়ার দূতের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংগৃহীত

বাহরাইনে নিযুক্ত চীন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

সোমবার (২৮ এপ্রিল) চীন ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে হওয়া পৃথক সাক্ষাৎ নিয়ে মানামার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত নি রুচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে তারা বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসার এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

একই দিনে রাষ্ট্রদূত বাহরাইনে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত মাহমুদ ব্রাহামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।