আইজিপি ব্যাচ পাচ্ছেন মোহাম্মদপুর থানার হাফিজুর রহমান

আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ' পাচ্ছেন রাজধানী মোহাম্মদপুর থানার স্বনামধন্য পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ হাফিজুর রহমান।
আসন্ন পুলিশ সপ্তাহের মধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম তাঁকে এ ব্যাজ পরিয়ে দেবেন।
জানা যায়, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধি হয়েছে, এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেয়া হয়।
মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ হাফিজুর রহমান আইজি ব্যাজ পাচ্ছেন এমন সংবাদে পুলিশ, স্থানীয় লোকজনের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে।