বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১২:৫৪, ২৩ এপ্রিল ২০২৫

নারায়ণগঞ্জে পৃথক দুই জায়গায় আগুন

নারায়ণগঞ্জে পৃথক দুই জায়গায় আগুন
সংগৃহীত

নারায়ণগঞ্জে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

 

বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার নীট কনসার্ন ফ্যাক্টরির ৫ম তলায় নীটিং সেকশনে লুস কার্টনের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২ ইউনিট এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আদমজী ফায়ারসার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া বলেন, নীট কনসার্ন ফ্যাক্টরির ৫ম তলায় নীটিং সেকশনে লুস কার্টনের গোডাউনে আগুনের খবর পেয়ে আমাদের ২ ইউনিট ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

 

এদিকে মঙ্গলবার (২২ এপ্রিল) রাত দেড়টায় ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজার সংলগ্ন হৃদয় আহমেদের ঝুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানায় অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা সম্ভব হবে।

সম্পর্কিত বিষয়: