ডেমরা প্রেসক্লাবে সাংবাদিক হাবিবুরের অকাল মৃত্যুতে দোয়া মাহফিল

ডেমরা প্রেসক্লাবে সাংবাদিক হাবিবুর রহমানে অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) সংগঠনের ডেমরা ইয়েস সমতট টাওয়ার এর তৃতীয় তলায় এ কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী।
ডিএসসিসি ৬৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুর হোসেন ভূঁইয়া,৬৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক,৭০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি গরীবুল্লাহর সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রবীন সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেমরা প্রেসক্লাবে নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ আর হানিফ। ডেমরা প্রেসক্লাবে সহ-সভাপতি ওমর ফারুক, ডেমরা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম,বিমল সরকার,
যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মিয়া,সাংগঠনিক সম্পাদক এম আযম ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজিব হোসেন রাজু, অর্থ বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন টিপু ও ক্রীড়া সম্পাদক আজাদ হোসেনসহ ডেমরা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ।
মরহুম হাবিবুর রহমান সাংবাদিকতা পাশাপাশি জাতীয়তাবাদী রাজনীতি সঙ্গে জড়িত ছিলেন।লোভ লালসা মুক্ত মেধাবী পরিশ্রমী যুবনেতা ছিলেন হাবিব। তিনি বড়দের আদরের ও ছোটদের শ্রদ্ধা পাএ ছিলেন। ডেমরা বাসী হাবিবুর রহমান প্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন অতিথিরা। পরে হাবিবুর রহমান প্রধানের জন্য রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে দুঃস্থ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
এ সময়ে বিশেষ অতিথি ছিলেন, যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সফল সভাপতি ও বিএনপি সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জামশেদুল আলম শ্যামল। ডেমরা থানা বিএনপি সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম। আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান জামান।