মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২০:১১, ২১ এপ্রিল ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ

ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ
সংগৃহীত

বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) যেসব দেশের জন্য সরাসরি ভিসা ইস্যু করা যায় না, সেসব দেশের জন্য ঢাকায় একটি ভিসা সেন্টার খোলার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অনুরোধ জানান।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধ, অভিবাসন এবং চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশ আয়তনে ছোট হলেও জনসংখ্যার দিক থেকে শীর্ষ দশটি দেশের মধ্যে অন্যতম। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রচুর বাংলাদেশি শ্রমিক, শিক্ষার্থী ও পর্যটক নিয়মিত যাতায়াত করে থাকেন। কিন্তু দিল্লী হয়ে ভিসা সংগ্রহ করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। তাই ঢাকায় একটি কেন্দ্রীয় ভিসা সেন্টার স্থাপন এখন সময়ের দাবি।”

রাষ্ট্রদূত এ প্রস্তাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, বিষয়টি ইইউভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দেখবেন।

সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার উদ্যোগ, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়েও আলোচনা হয়। উপদেষ্টা বলেন, “সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, যার সফল বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্ব এবং স্টেকহোল্ডারদের ঐক্যমত প্রয়োজন।”

রোহিঙ্গা বিষয়ে তিনি জানান, বাস্তব চিত্র অনুযায়ী কক্সবাজার অঞ্চলে ১.২ মিলিয়নের চেয়ে বেশি রোহিঙ্গা বসবাস করছে, যা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়-আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে।

মানবপাচার প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ইউরোপে অবৈধ অভিবাসনের ঝুঁকি হ্রাসে বাংলাদেশ, লিবিয়া ও ইইউ’র মধ্যে একটি ত্রিপক্ষীয় ডায়ালগ ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা এ উদ্যোগে ইইউকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়