স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথগ্রহণের দিন

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য মাইলফলক। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে গঠিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার—মুজিবনগর সরকার। এই সরকারের শপথের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও রাষ্ট্র পরিচালনার প্রাতিষ্ঠানিক রূপ পায়।
এর আগে ১০ এপ্রিল গঠিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেই ঘোষণার ভিত্তিতে ১৭ এপ্রিল শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে শপথ গ্রহণ করেন অস্থায়ী মন্ত্রিসভা।
অন্য মন্ত্রীদের মধ্যে ছিলেন:
- ক্যাপ্টেন এম মনসুর আলী: অর্থ, শিল্প ও বাণিজ্য
- খন্দকার মোশতাক আহমেদ: পররাষ্ট্র ও আইন
- এএইচএম কামরুজ্জামান: স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন
সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন:
- জেনারেল এম এ জি ওসমানী: মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার
- মেজর জেনারেল আবদুর রব: চিফ অব স্টাফ
শপথের দিন ১২ জন আনসার সদস্য রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। পরদিন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, যা আকাশবাণীতে বারবার প্রচারিত হয়।
তার ভাষণে দেশজুড়ে প্রতিরোধ সংগ্রামের চিত্র তুলে ধরা হয় এবং জানানো হয় যে—বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এখন একটি আইনানুগ সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। এর পরপরই পাকিস্তান বিমানবাহিনী আক্রমণ চালায় মেহেরপুরে, ফলে অস্থায়ী সরকারকে ভারতীয় সীমান্তে আশ্রয় নিতে হয়।
পরবর্তীতে, এই মুজিবনগর সরকারের নেতৃত্বেই ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ বিজয় অর্জন করে।