বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সপ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ১৫ এপ্রিল ২০২৫

লিটারে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

লিটারে ১৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
সংগৃহীত

তিন দফা বৈঠকের পর অবশেষে সরকার সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৮৯ টাকায়। একই সঙ্গে পাঁচ লিটার বোতলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা।

 

মঙ্গলবার রাজধানীর বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোজ্যতেলের আমদানি, সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, এবং সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা বলেন, "আন্তর্জাতিক বাজার ও আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।"

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়