ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে হেযবুত তওহীদের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন হেযবুত তওহীদ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) হেযবুত তওহীদের ঢাকা মহানগরের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন থেকে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ জানানো হয়।
বক্তারা বলেন, বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের জীবনে যেন মহাপ্রলয় নেমে এসেছে। ১৯৪৮ সাল থেকে শুরু হয়ে আজ পর্যন্ত ৭৫ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলি বাহিনীর নির্যাতন, হামলা ও দখলদারিত্বের শিকার হয়ে আসছে। ২০২৩ সাল থেকে এই সহিংসতা আরও ভয়াবহ আকার ধারণ করেছে। জাতিগতভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এখন সেখানে প্রতি মুহূর্তে চলছে বোমাবর্ষণ। ঘরবাড়ি, স্কুল, কলেজ, হাসপাতালসহ সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লাখো নিরপরাধ মানুষ নির্মমভাবে প্রাণ হারাচ্ছে। হাজার হাজার শিশু এরইমধ্যে প্রাণ হারিয়েছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, নিহতদের কবর দেওয়ারও লোক নেই। উদ্বাস্তু শিবিরে এক বোতল পানির জন্য ছুটে গেলে, সেখানেও বোমা মেরে হত্যা করা হচ্ছে মানুষকে। সোজা কথা, ইসরায়েলি সেনাবাহিনীর নির্মমতা, নিষ্ঠুরতার ফলে যে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তারা বলেন, ৭৫ বছরের হত্যাযজ্ঞের পরে এবার ইসরায়েল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে, এই ভূমিতে আর কোনো একজন মুসলমানকেও থাকতে দেওয়া হবে না। হয় তাদেরকে সেখান থেকে উৎখাত করে উদ্বাস্তু হিসাবে অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হবে, অথবা তাদেরকে হত্যা করতে হবে। এ হৃদয়বিদারক, ন্যাক্কারজনক ও পৈশাচিক ঘটনার সাক্ষী সমগ্র বিশ্ব। এমন একটি পরিস্থিতিতেও গোটা মুসলিম বিশ্বের সরকারগুলো, বিশ্ব মানবাধিকার সংস্থা, জাতিসংঘ, ওআইসি, আরব লীগ ইত্যাদি প্রতিষ্ঠানগুলো নীরব। প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোও যেন চোখে ঠুলি পরে আছে। ফিলিস্তিনসহ বিশ্বময় মুসলমানদের ওপর এত নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞের প্রকৃত কারণ কী?
তারা আরও বলেন, এসব ঘটনার প্রতিবাদের আমরা বিক্ষিপ্তভাবে মানববন্ধন, বিক্ষোভ, মিছিল, প্রতিবাদ সভা, লংমার্চ করছি, পণ্য বয়কট করছি, ভাঙচুর করছি। কিন্তু এই সব কিছু দুর্গতি থেকে মুক্তি লাভের সঠিক ও টেকসই পন্থা নয়। এই বিপর্যয় থেকে মুক্তির উপায় হচ্ছে, জাতির মধ্যে বিরাজিত সব ফেরকা, মাজহাব, দলাদলি এই মুহূর্ত থেকে বাদ দিয়ে আমাদেরকে আল্লাহর তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঘোষণা দিতে হবে যে, আমরা আমাদের সামগ্রিক জীবনে আল্লাহ ছাড়া আর কারো দেওয়া জীবনব্যবস্থা, হুকুম মানবো না। ঐক্যবদ্ধ মোমেনদের সমগ্র জ্ঞান, শিক্ষা, সম্পদ, জীবন দীন প্রতিষ্ঠার লক্ষ্যে উৎসর্গ করতে হবে।