মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২০:৫৬, ৬ এপ্রিল ২০২৫

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার
সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, আজ সকালে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে মামলাটির পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ওয়ারেন্ট ছিল।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালের এপ্রিল মাসে কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই প্রচারে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশ নেন খালেদা জিয়া। তখন তার গাড়িবহরে হামলা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা করা হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়