শনিবার ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১০:৪০, ৪ এপ্রিল ২০২৫

আজ ব্যাংককে ইউনূস-মোদীর বৈঠকে নজর সবার!

আজ ব্যাংককে ইউনূস-মোদীর বৈঠকে নজর সবার!
সংগৃহীত

নানা জল্পনা-কল্পনার মধ্য দিয়ে অবশেষে আজ শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ১২টা ১০ মিনিটে সাংগ্রিলা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

যদিও মূল সম্মেলনের সাইডলাইনে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু বাংলাদেশ ও ভারতের লাখো লাখো মানুষের দৃষ্টি থাকবে এ বৈঠকে।

সবারই জানার আগ্রহ বৈঠকে এ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে রাজনীতি অর্থনীতি নাকি অন্য কোনো বিষয়ে আলোচনা হবে।

গতকাল ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদী পাশাপাশি চেয়ারে বসেছিলেন।

বিভিন্ন গণমাধ্যমে তাদের পাশাপাশি বসে থাকার ফটোগ্রাফ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথাবার্তা হচ্ছে। কেউ বলছে পাশাপাশি বসলেও তারা চুপচাপ বসেছিলেন।

আবার কেউ বলছেন তারা একে অপরের সঙ্গে কুশলবিনিময় করেছেন।

জনপ্রিয়