বুধবার ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৯:৪২, ২৯ মার্চ ২০২৫

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের আহাজারি!

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের আহাজারি!
সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র দুই দিন বাকি। কিন্তু এখনো বেতন-বোনাস পাননি পোশাক শ্রমিকরা। সন্তানের মুখে হাসি ফোটানোর অনিশ্চয়তায় শ্রম ভবনের সামনে কান্নায় ভেঙে পড়েছেন তারা। গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন শ্রমিকরা। 

শনিবার (২৯ মার্চ) বিকেল ৪টার মধ্যে তাদের দাবিগুলো না মানা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

বর্তমানে শ্রম ভবনের সামনে প্রায় ৩০০ জন শ্রমিক অবস্থান করছেন, যাদের বেশিরভাগই নারী। বকেয়া বেতন ও ঈদ বোনাস না পেয়ে তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। শ্রমিকদের অভিযোগ, টানা তিন মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না।

একজন শ্রমিক বলেন, “দুই দিন পর ঈদ, হাতে কোনো টাকা নেই। কিভাবে এই ঈদে সন্তানের মুখে হাসি ফোটাব?”

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করে শ্রমিকরা গতকাল বাসন হাতে ভুখা মিছিল করেছেন।

তাদের স্পষ্ট বক্তব্য, “বেতন-বোনাস না নিয়ে আমরা বাড়ি ফিরে যাব না। প্রয়োজনে শ্রম ভবনেই ঈদ করব।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, “বাড়িতে ছেলে-মেয়েরা না খেয়ে আছে। বেতন ছাড়া বাড়ি গেলে ওদের সামনে মুখ দেখাব কেমন করে!”

শ্রমিকদের এই আন্দোলন কতদূর গড়ায়, তা এখন সময়ের অপেক্ষা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়