সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:৩৫, ২৬ মার্চ ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থান আরেকটা বিশেষ দিন : অর্থ উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থান আরেকটা বিশেষ দিন : অর্থ উপদেষ্টা
সংগৃহীত

ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। এ দিনটি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দিন। অতএব ২৪-এর অভ্যুত্থানের দিনটিকেও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করবো।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে ২৬ মার্চ যারা শহীদ হয়েছেন, আমরা তাদের স্মরণ করি। তাদের আত্মত্যাগের ফলেই কিন্তু আমাদের আজকের স্বাধীনতা। আজকের এই দিনে আমরা ঘোষণা করছি—নতুন এই বাংলাদেশকে আরও সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে এবং সেইসঙ্গে আমাদের বাংলাদেশের মানুষ আরও সুখী-সমৃদ্ধ হয়।

তিনি আরও বলেন, ১৯৭১ ও ২০২৪-এর উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন-জীবিকা সুষ্ঠু করা। সে জন্য, আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করবো বলে জানান তিনি।

জনপ্রিয়