নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস-২০২৫ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস উদযাপন কমিটি একাধিক কর্মসূচি চূড়ান্ত করে, যা সংক্ষিপ্ত পরিসরে হলেও দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে ফুটিয়ে তুলেছে।
এই উপলক্ষ্যে ২৫ মার্চ রাত ১২টা ১ মিনিটে গণহত্যা দিবস স্মরণে ক্যাম্পাসের সকল আলো ১ মিনিটের জন্য নিভিয়ে দেওয়া হয়। এছাড়া, ২৬ মার্চ সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
সকাল ১০:১৫ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে "চির উন্নত মম শির" ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় অন্যান্য বিভাগ ও দপ্তর তাদের সুবিধামতো সময়ে ফুল দেওয়ার সুযোগ পায়।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল ৯টায় ময়মনসিংহ টাউন হল মোড় থেকে একটি সিভিলিয়ন গাড়ি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং সকাল ১১টায় ক্যাম্পাস থেকে পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেয়।
এছাড়াও, বিশ্ববিদ্যালয় খোলার পর স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সংগ্রাম ও বিজয়ের ইতিহাস নিয়ে আলোচনা করা হবে।