ক্যাম্পাসে বিজিবি বা আর্মি টহল দিলেই সে গাড়ি ভেঙে ফেলবেন: হাসিব

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজিবি বা আর্মি টহল দিলে সে গাড়িকে ভেঙে ফেলার নির্দেশনা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম।
শুক্রবার (২১মার্চ )নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধমে এ কথা বলেন তিনি। ফেসবুক স্টেটাসে তিনি লিখেছেন,বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে আর্মি কিংবা বিজিবির টহলের অনুমতি দেয় নাই।
ঢাবি ক্যাম্পাসে আতঙ্ক/উত্তপ্ত পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে আর্মি কিংবা বিজিবি টহল দিলে সেই গাড়ি ভেঙে ফেলবেন। এই হুকুমের জন্য জেল কিংবা ফাঁসি যাইহোক আমি প্রস্তুত আছি।
বাংলাদেশের রাজনীতি জেনারেলরা নয়, নির্ধারণ করবে চব্বিশের ছাত্র-শ্রমিক-সৈনিক-জনতা।
উল্লেখ্য, আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যা লয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হলে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।