শনিবার ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ২২:১৯, ২০ মার্চ ২০২৫

ঈদ উপলক্ষে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেবে ডিএসসিসি

ঈদ উপলক্ষে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি দেবে ডিএসসিসি
সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে করপোরেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈমাম এবং মুয়াজ্জিনদের জনপ্রতি যথাক্রমে ৩ হাজার টাকা ও ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হবে।

একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে দুই হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া অন্যান্য ধর্মালম্বীদের ক্ষেত্রে বছরে একবার ৪ হাজার পরিবর্তে ৬ ছয় হাজার টাকায় উন্নীতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত নগরবাসীকে সহজে ও বিধি মোতাবেক সেবা প্রদানের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন প্রদান করা হয়।

ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে এই সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়